Highlightদেশ

ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে নোটিশ সুপ্রিমকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে নোটিশ দিলো সুপ্রিমকোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন এএস বোপান্না ও ভি রমাসুভ্রামণ্যনের একটি বেঞ্চ ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে একটি নোটিস দিয়ে বলা হয়েছে, “বিভিন্ন হিংসা আর দাঙ্গার শিকড় লুকিয়ে থাকে ভুয়ো খবরের মধ্যে। যার অন্যতম চলতি বছর দিল্লি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনা। সাম্প্রদায়িকতাকে উসকে অশান্তি ছড়ানো হয়েছিল। বর্তমানে ভারতে প্রায় সাড়ে তিন কোটি টুইটার এবং ৩৫ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১০ শতাংশ টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টই ভুয়ো কিংবা গুজব খবর ছড়ায়।”

Related Articles

Back to top button
error: