HighlightNewsদেশ

উত্তরপ্রদেশের পাঁচটি শহরে হাইকোর্টের দেওয়া লকডাউনের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে করোনার সংক্রমণ অত্যধিক হারে বেড়ে চলার কারণে যোগী সরকারকে তিরস্কার করে রাজ্যের পাঁচটি শহরের লকডাউনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্যে করোনার পরিস্থিতিকিভাবে নিয়ন্ত্রণ করা হবে বা করোনার সংক্রমণ রুখতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নেবে তা নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে এলাহাবাদ হাইকোর্টে।

 

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে দিন সুপ্রিমকোর্টের যোগী সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান,উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই রাজ্যে কর্নার সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ সম্পর্কে জরুরি নির্দেশিকাও দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে রাজ্যের পাঁচটি শহরের লকডাউন জারি করা হলে প্রশাসনের কাজে অসুবিধা সৃষ্টি হবে। সলিসিটর জেনারেলের এই আবেদনের পরে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের লকডাউনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে।

Related Articles

Back to top button
error: