HighlightNewsদেশ

সাসপেন্ড বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট

টিডিএন বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের একাউন্ট সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে, একাধিক বিতর্কিত টুইট করার কারণে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ২০০০ এর দশকের প্রথম দিকের বিরাট রূপ ধারণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার আহ্বান জানান। তার ওই দুই থেকে একটি উস্কানিমূলক টুইট হিসেবে উল্লেখ করে অভিযোগ দায়ের করেন এক টুইটার ব্যবহারকারী যার পরিপ্রেক্ষিতে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

কঙ্গনা রানাউত নিজের টুইটের কারণে প্রায়শই ট্রেন্ড করেন সোশ্যাল মিডিয়ায়। তবে, মঙ্গলবার তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার বিষয়ে এখনো পর্যন্ত তিনি কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কিছুক্ষণ আগেও নিজের অ্যাকাউন্টে টুইট করে অভিনেত্রী পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতার ঘটনাগুলি নিয়ে মন্তব্য করেছিলেন।

Related Articles

Back to top button
error: