HighlightNewsদেশ

“ক্ষমতার দম্ভ আপনার মাথায় চেপে বসেছে”; কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর উদ্দ্যেশ্যে আরএসএস নেতার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষকরা।দিল্লির সীমান্তে কনকনে ঠান্ডার মধ্যে শত কষ্ট সহ্য করেও নিজেদের দাবিতে অনড় তারা। গতকাল ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকেত কৃষি আইন বাতিল করার জন্য সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রবীণ আরএসএস নেতা রঘুনন্দন শর্মার একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চাপের মুখে পড়েছে মোদি সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের উদ্দেশ্যে লেখা ওই ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

গত ৪ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে আরএসএসের ওই প্রবীণ নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে উদ্দেশ্য করে লেখেন,”আজ আপনি যে শাসন ক্ষমতা পেয়েছেন যদি মনে করেন তা আপনার পরিশ্রমের ফল তাহলে ভুল হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন বাড়তে থাকে তখন তা নদী, পাহাড়, বৃক্ষের মত দেখা যায়না, তা অদৃশ্য থাকে। যেমন আজ যা আপনার মাথায় চড়ে বসেছে। কষ্ট করে পাওয়া জনমতকে কেন এভাবে নষ্ট করছেন?”

রঘুনন্দন শর্মা আরো লেখেন,”কংগ্রেসের ভ্রান্ত নীতি যদি আমরাও চালু করি তা আমাদের আদর্শের জন্য ঠিক নয়। জলভর্তি কলসি কলসি ফোঁটা ফোঁটা করেই খালি হয়। জনমতও একই রকম ভাবে নষ্ট হয়। কেউ যদি নগ্ন থাকতে চায়, তাহলে তাকে জোর করে পোশাক পরাতে হবে কেন? যদি মনে করেন কঠোর পরিশ্রমের ফল পাবেন, তাহলে তা আপনার মনের ভুল।”

https://m.facebook.com/story.php?story_fbid=1052544181919161&id=100014907679326

Related Articles

Back to top button
error: