HighlightNewsদেশ

বড় বড় দলগুলি অস্পৃশ্যের মতো ব্যবহার করেছিল; ক্ষোভ প্রকাশ আসাদুদ্দিন ওয়েসির

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আপাত দৃষ্টিতে এনডিএ বনাম মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়লেও ছোট দলগুলির মধ্যে স্বমহিমায় ভাস্বর হয়ে উঠেছে আসাদুদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। একা লড়ে ইতিমধ্যেই ৫ টি আসনে জয় লাভ করেছে এআইএমআইএম। এই সাফল্যের জন্য বিহারের মানুষদের উদ্দ্যেশ্যে ধন্যবাদ জানানোর পাশাপাশি বড় বড় রাজনৈতিক দলগুলির ওপর ক্ষোভ প্রকাশও করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিহারের প্রথম সারির রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ করে আসাদুদ্দিন ওয়েসি বলেন,”রাজনীতিতে আমরা ভুল থেকে শিক্ষা নিই। ভোটের আগে বিহারে আমাদের দলের সভাপতি প্রত্যেক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু কেউ আমাদের হাত ধরতে রাজি হয়নি। বড় দলগুলি আমাদের সঙ্গে অস্পৃশ্যের মতো ব্যবহার করেছিল। আমাদের দলের প্রদেশ সভাপতি প্রত্যেক গুরুত্বপূর্ণ মুসলিম নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। জানি না কেন এমন হল।”

পাশাপশি নিজের দলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তিনি বলেন,”এটা আমাদের দলের জন্য খুব ভাল দিন। বিহারের মানুষ ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন। তাঁদের কী ভাবে ধন্যবাদ দেব জানি না।” এ প্রসঙ্গে বিহারের সীমান্ত অঞ্চলের মানুষের সমস্যাগুলি নিয়ে লড়ার বার্তাও দেন তিনি। এছাড়া বিহারে বন্যা কবলিত দুর্গতদের সহায়তা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

 

Related Articles

Back to top button
error: