HighlightNewsদেশ

৩৭০ ধারা বিলুপ্তির পর জম্মু-কাশ্মীরে শুরু প্রথম ভোটগ্রহণপর্ব; চলছে জেলা বিকাশ পরিষদের ৪৩ আসন ও ১২,১৫৩ আসনের পঞ্চায়েত উপনির্বাচন

টিডিএন বাংলা ডেস্ক: ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের জন্য শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে নির্বাচন পর্ব। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রথম দফায় জেলা বিকাশ পরিষদের ৪৩ আসনের ভোট গ্রহণ পর্ব। এর মধ্যে ২৫টি আসন কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। প্রথম দফার ভোট গ্রহণ পর্বে মোট ২৯৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে কাশ্মীর থেকে রয়েছেন ১৭২ জন এবং জম্মু থেকে ১২৪ জন প্রার্থী রয়েছেন। মহিলা প্রার্থী রয়েছেন ৮৯ জন। দুপুর দুটো পর্যন্ত চলবে জেলা পরিষদের ভোট গ্রহণ পর্ব।

সমস্ত করোনা বিধি মেনে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই ঐতিহাসিক ভোটগ্রহণ পর্ব। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে মতদান প্রক্রিয়া। এই ঐতিহাসিক নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছে পিপলস’স অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন (পিএজিডি), বিজেপি ও প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির আপনি পার্টি। পিএ জিডির মধ্যেই একত্রিত হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপির মত দলগুলি।

জম্মু-কাশ্মীর জেলা বিকাশ পরিষদের মোট আসন সংখ্যা ২৮০টি। ভোটে লড়ছেন মোট ১,৪৭৫ জন প্রার্থী। জেলা বিকাশ পরিষদ এর পাশাপাশি জম্মু-কাশ্মীরের ১২,১৫৩ টি আসনের পঞ্চায়েত উপ-নির্বাচনেরও ভোটগ্রহণপর্ব চলছে সকাল থেকে। এর মধ্যে রয়েছে কাশ্মীরের ১১,৮১৪টি আসন এবং জম্মুতে রয়েছে ৩৩৯টি আসন।

 

 

Related Articles

Back to top button
error: