দেশ

ভারতকে গোঁড়ামি ভুলে বিজ্ঞানমনস্কতায় জোর দিতে বলল দ্য ল্যানসেট জার্নাল

টিডিএন বাংলা ডেস্ক : একটি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের ভুল শুধরে নিয়ে দায়িত্বশীল নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানাল। করোণা মোকাবিলার পূর্ব প্রস্তুতি নিতে ব্যার্থতা এবং জাতিকে ভ্যাকসিন দেওয়ার প্রশ্নে ভারত সরকারের ভূমিকাকে তারা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন।

ল্যানসেট জার্নালে প্রকাশিত রিপোর্ট আসার পরপরই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভারত সরকারকে অযৌক্তিক কাজ না করে কাজের কাজ করার আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর তথ্য লুকানো ও সমস্যাকে এড়িয়ে যাওয়া কোন কাজের কাজ নয় বরং কিভাবে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় এবং ভ্যাকসিন সরবরাহ করা যায় সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ২০২১-এর জানুয়ারিতে প্রকাশিত একটি সার্ভেতে জানিয়েছে ভারতে মাত্র ২১% জনতার কোভিড মোকাবেলার ইমিউনিটি পাওয়ার আছে। তখন এই রিপোর্ট এ সতর্ক করে বলা হয়েছিল বিশেষভাবে পরিকল্পনা করা না হলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে।

আমেরিকার গ্লোবাল হেলথ ইন্সটিটিউট এর অ্যাসোসিয়েট প্রফেসর মনোজ মোহন বলেন “যখন ভারত সরকার কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিজ্ঞান ও বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে অবৈজ্ঞানিক পন্থার উপর জোর দিতে লাগলো তখন থেকেই বিপদের আশঙ্কা ছিল।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ৩ লাখ ৩৫ হাজার ডাক্তার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে কোভিড মোকাবেলায় পরিকল্পনা তৈরি করতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর প্রশ্ন বড় বড় হাসপাতালগুলিতে কোভিড মৃত্যুর সংখ্যাকে গোপন করার চেষ্টা করা হচ্ছে। তারা জানান এটা কোনো সমাধান নয়। জনগণের জানার অধিকার আছে কোভিডে মৃত্যুর প্রকৃত সংখ্যা কত। সরকার উল্টো দিকে হাঁটলে বিপদ আরো বাড়তে পারে বলে তারা অভিমত প্রকাশ করেন।

Related Articles

Back to top button
error: