দেশ

করোনা রুখতে প্রয়োজনে লকডাউন জারি করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে ইতিমধ্যেই দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভারত। দৈনিক সংক্রমণ ৩ লক্ষের বেশি সংক্রমণ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় দৈনিক ৪ লক্ষের বেশি করোনা সংক্রমিত হওয়ার রেকর্ড গড়েছে ভারত। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলিকে প্রয়োজনের লকডাউন জারি করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপশি জন সমাগম ও সংক্রমন ছড়ানোর সহায়ক অনুষ্ঠান নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে লকডাউনের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে বিবেচনা করতে বলার পাশাপাশি লকডাউন জারি হলে তার সামাজিক-আর্থিক প্রভাব, বিশেষত সমাজের প্রান্তিক মানুষের সমস্যার দিকগুলি মাথায় রাখার আর্জি জানিয়েছে শীর্ষ আদালত। প্রান্তিক মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য আগাম ব্যবস্থা করার কথা বলেছে আদালত।

এছাড়া ভাইরাসের সংক্রমন এড়াতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা অদূর ভবিষ্যতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তাও জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর সাথেই করোনার সংকটের কথা মাথায় রেখে সব রোগীকেই প্রয়োজনে হাসপাতালে বেড, প্রয়োজনীয় ওষুধ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এমনকি রোগী স্থানীয় এলাকার বাসিন্দা না হলে তাকে প্রত্যাখ্যান করা যাবে না।

শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ২ সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি সংক্রান্ত একটি জাতীয় নীতি তৈরি করতেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ ওই নীতি সমস্ত রাজ্যকে মেনে চলতে হবে। যতদিন পর্যন্ত ওই নীতি কার্যকর হচ্ছে না ততদিন স্থানীয় এলাকায় বসবাসের প্রমাণ বা পরিচয়পত্র না থাকলে কাউকে হাসপাতালে ভর্তি বা ওষুধ প্রত্যাখ্যান করা যাবে না।

Related Articles

Back to top button
error: