দেশ

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলো সুপ্রিমকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলো সুপ্রিমকোর্ট। ফলে আপাতত এখনই পুরভোট করার চিন্তাভাবনা কার্যত খারিজ হয়ে গেলো।

এদিন শীর্ষ আদালত জানিয়েছে, কোভিড পরিস্থিতির জন্য বর্তমান প্রশাসক বোর্ডই কাজ চালাবে এবং পুর পরিষেবা বজায় রাখবে। আদালতের রায়কে উদ্ধৃত করে প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, কোভিড প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের বিচারপতিরা চান না মানুষের সেবা ব্যাহত হোক। বিজেপি যদিও চায় মানুষকে দেওয়া আমাদের পুরপরিষেবা বন্ধ হয়ে যাক, কিন্তু সুপ্রিম কোর্ট চায় না। এর আগে হাই কোর্টও চায়নি পরিষেবা বন্ধ করতে। তিনি বলেন, মানুষ আগে বেঁচে থাকুক। তারপরে ভোট দিক। যদি আজ কোভিডবিহীন হয়ে ভোট হয়, তবে আমি আজই ভোট চাই। কিন্তু রাজনীতি করতে গিয়ে মানুষের মৃত্যু হোক সেটা আমরা কখনই চাই না। এক্ষেত্রেও চাই না, ভোটের ক্ষেত্রেও চাই না। যদি দেখা যায়, কাল থেকে ভগবানের কৃপা হল বাংলায় কোভিড নেই, তা হলে কালই ভোট করার জন্য প্রস্তুত আছি বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Related Articles

Back to top button
error: