HighlightNewsদেশ

করোনার সংক্রমণ রুখতে কেরলে ৮মে থেকে ১৬মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন করার ঘোষণা করলো বিজয়ন সরকার

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যে করোনার সংক্রমণ রুখতে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল বিজয়ন সরকার। আগামীকাল থেকে ১৬ মে পর্যন্ত কেরলে সম্পূর্ণ লকডাউন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আজ কেরলের মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে বলেন, করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রভাব পর্যবেক্ষণ করে রাজ্যে ৮ মে সকাল ৬ টা থেকে ১৬ মে সম্পূর্ণ লকডাউন থাকবে। এর পাশাপাশি লকডাউন চলাকালীন সমস্ত জরুরি পরিষেবা মানুষ পাবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কেরলে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে ৪১ হাজার ৯৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায়। এর পাশাপাশি একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন রোগী। এখনো পর্যন্ত কেরলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৬২ হাজার ৩৬৩ এবং করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত সে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৫,৫৬৫ জন মানুষ।

Related Articles

Back to top button
error: