Highlightদেশ

দমন-পীড়ন করে গণতান্ত্রিক ন্যায় বিচারের কন্ঠ রোধ করা যাবে না, কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে বার্তা ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: দমন-পীড়ন করে গণতান্ত্রিক ন্যায় বিচারের কন্ঠ রোধ করা যাবে না। চলমান কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে এমনটাই বার্তা দিলেন ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মনসা সেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে জানানো হয়, ‘নতুন কৃষি আইন লাগু করার মাধ্যমে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশে যে জনবিরোধী, কৃষক-বিরোধী ও দেশবিরোধী ধ্বংসাত্মক নীতিগুলি কার্যকর করে চলেছে, তার প্রতিবাদে শত প্রাকৃতিক প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিগত দুই মাস যাবৎ দেশের রাজধানীতে আন্দোলনরত হাজার হাজার কৃষকরা প্রজাতন্ত্র দিবসে দিল্লীর রাজপথে যে ট্রাক্টর প্যারেড ও বিক্ষোভ প্রদর্শন করেছে তা ভারতের রাজনীতিতে একটি উজ্জ্বল ইতিহাস রচনা করল। কৃষকদের আয়োজিত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল প্রতিবাদী ট্রাক্টর প্যারেডকে প্রতিহত ও ছত্রভঙ্গ করতে আজ কেন্দ্রীয় সরকারের পুলিশ যেভাবে ব্যারিকেডের প্রাচীর গড়তে চেয়েছে বা নির্বিচারে লাঠিচার্জ করেছে ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে তা খুবই লজ্জাজনক ।এতদসত্ত্বেও, এদিনের কৃষক বিক্ষোভের কারণে আরও একবার সারা বিশ্বের কাছে ফ্যাসিবাদী ও জনবিরোধী কেন্দ্রীয় সরকারের মুখ পুড়ল । কৃষকদের এই ন্যায়সঙ্গত আন্দোলন ও দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিগত দিনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সারা দেশব্যাপী জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী নিয়েছে এবং প্রজাতন্ত্র দিবসেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আন্দোলনরত কৃষকদের প্রতি একাত্বতা জ্ঞাপন করতে ট্রাক্টর মার্চ, সাইকেল-বাইক মিছিল ও পথসভার আয়োজন করেছে।’ পার্টির রাজ্য সভাপতি মনসা সেন বলেন, “পার্লামেন্টে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর করে পাশ করানো তিনটি জনবিরোধী কৃষি আইন যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ আমরা সমস্ত কৃষক ও সাধারণ মানুষদের নিয়ে এই আইনের বিরুদ্ধে তীব্র লড়াই-সংগ্রাম চালিয়ে যাবো । একথা আজ দেশের মানুষ বুঝতে পারছে যে, পাশ হওয়া নতুন কৃষি আইন যদি সত্যিই কৃষকদের স্বার্থের কথা ভেবে তৈরী হয়ে থাকতো, তাহলে কেন্দ্রীয় সরকার কিছু দিনের জন্য ঐ আইনগুলি লাগু না করবার প্রস্তাব কৃষকদের সামনে রাখতো না । আসলে, গণতন্ত্রে সাধারণ দেশবাসীই শেষ কথা বলবে । ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন করে গণতান্ত্রিক ন্যায় বিচারের কন্ঠ রোধ করা যাবে না ।”এদিন
কৃষক প্যারেডে পুলিশের লাঠিচার্জের কারণে যে সকল কৃষক আহত ও শহীদ হয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন মনসা সেন।

Related Articles

Back to top button
error: