Highlightদেশ

আগামীকাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ, তালিকায় থাকছেন মনোজ তিওয়ারি, অখিল গিরি

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে আগামীকাল মোট ৪৩ জন মন্ত্রী শপথ নেবেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণ মন্ত্রী হচ্ছেন ১০ জন আর প্রতিমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন ৯ জন। বুধবারই শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাজভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জাগদীপ ধনখড়। সোমবার তৃতীয় তৃণমূল সরকারের ৪৩ জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিসভার বৈঠকে দফতর বন্টন করা হবে।

এবারের মন্ত্রিসভায় প্রথমবারের জন্য স্থান পাচ্ছেন রামনগরের বিধায়ক অখিল গিরি এবং মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। এছাড়া প্রথমবার বিধায়ক পদে জয়ী হয়ে মন্ত্রী পদ পাচ্ছেন মনোজ তিওয়ারি। সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথরা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। পূর্ণ মন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিচ্ছেন সুব্রত সাহা, পুলক রায়। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের এই সরকারে মন্ত্রী পদে থাকছেন বাম আমলের মন্ত্রী পরেশ অধিকারী।

এক ঝলকে দেখে নিন গোটা তালিকা—

ক্যাবিনেট মন্ত্রী

১. সুব্রত মুখোপাধ্যায়,
২. পার্থ চট্টোপাধ্যায়,
৩. অমিত মিত্র,
৪. সাধন পান্ডে,
৫. জ্যোতিপ্রিয় মল্লিক,
৬. বঙ্কিমচন্দ্র হাজরা,
৭. মানসরঞ্জন ভুঁইয়া,
৮. সৌমেনকুমার মহাপাত্র,
৯. মলয় ঘটক,
১০. অরূপ বিশ্বাস,
১১. উজ্জ্বল বিশ্বাস,
১২. অরূপ রায়,
১৩. রথীন ঘোষ,
১৪. ফিরহাদ হাকিম,
১৫. চন্দ্রনাথ সিনহা,
১৬. শোভনদেব চট্টোপাধ্যা,
১৭. ব্রাত্য বসু,
১৮. পুলক রায়,
১৯. শশী পাঁজা,
২০. গুলাম রব্বানি,
২১. বিপ্লব মিত্র,,
২২. জাভেদ খান,
২৩. স্বপন দেবনাথ,
২৪. সিদ্দিকুল্লা চৌধুরী

রাষ্ট্র মন্ত্রী

২৫. বেচারাম মান্না,
২৬. সুব্রত সাহা,
২৭. হুমায়ুন কবীর,
২৮. অখিল গিরি.
২৯. চন্দ্রিমা ভট্টাচার্য,
৩০. রত্না দে নাগ,
৩১. সন্ধ্যারানি টুডু,
৩২. বুলুচিক বারাইক,
৩৩. সুজিত বসু এবং
৩৪. ইন্দ্রনীল সেন।
৩৫. দিলীপ মন্ডল
৩৬. আখরুজ্জামান
৩৭. শিউলী সাহা
৩৮. শ্রীকান্ত মাহাতো
৩৯. ইয়াসমিন সাবিনা
৪০. বীরবাহা হাঁসদা
৪১. জ্যোৎস্না মান্ডি
৪২. পরেশ চন্দ্র অধিকারী
৪৩. মনোজ তিয়াওরী

Related Articles

Back to top button
error: