HighlightNewsদেশ

আজ “জাতীয় পোলিও টিকাকরণ দিবস”; সারাদেশে পোলিও ড্রপ খাইয়ে শুরু হলো অভিযান

টিডিএন বাংলা ডেস্ক: আজ সারা দেশজুড়ে “জাতীয় পোলিও টিকাকরণ দিবস” পালিত হচ্ছে। এই দিন উপলক্ষে সারা দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পালস পোলিও ড্রপ খাইয়ে এই অভিযান শুরু করলেন। গতকাল রাষ্ট্রপতি ভবনে এই অভিযানের শুভ আরম্ভ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। দেশকে পোলিও মুক্ত করে রাখার জন্য সারা দেশের ৫ বছরের থেকে কম বয়স্ক প্রায় ১৭ কোটি শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হবে। এই দেশব্যাপী অভিযানে প্রায় ২৪ লক্ষ স্বয়ংসেবক, ১.৫ লক্ষ সুপারভাইজার এবং বেশ কয়েকটি নাগরিক সংগঠন, হু, ইউনিসেফ এবং রোটারির মত সংগঠনগুলি শামিল হবে। এটি বিশ্বের সবথেকে বড় টিকাকরণ অভিযান।

Related Articles

Back to top button
error: