HighlightNewsদেশ

“উপজাতিরা হিন্দু নয়”; সারনা আদিবাসী ধর্মীয় কোড পাশ ঝাড়খণ্ড বিধানসভায়

টিডিএন বাংলা ডেস্ক:”উপজাতিরা হিন্দু নয়।” ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেই উপজাতির মানুষদের জন্য একটি অহিন্দু এবং নতুন পরিচয় ঘোষণা করেছেন। বহুদিনের লড়াইয়ের পর অবশেষে ঝারখন্ড বিধানসভায় একটি বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘সারনা আদিবাসী ধর্ম কোড’ প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবের বৃহত্তম দাবী হল ২০২১ সালের আদমশুমারির সময় উপজাতিদের ধর্মের কলামে হিন্দুর পরিবর্তে পৃথক ধর্মের কোড লেখার বিকল্প দেওয়া উচিত। এই বিলে সারনা ধর্মের কোডের দাবি করা হয়েছে।

ঝাড়খন্ড বিধানসভা এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এই প্রস্তাবের পক্ষে সম্মতি জানিয়েছেন বিজেপি বিধায়করাও।এর কারণ হিসেবে উল্লেখ্য ছারখার বিধানসভায় নির্বাচিত বিজেপি বিধায়ক রা বেশিরভাগই উপজাতি সম্প্রদায়ের মানুষ। তাই এই প্রস্তাবটি পাশ করতে বেগ পেতে হয়নি হেমন্ত সোরেন সরকারকে। আগামী শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকারের কাছে এই প্রস্তাব প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে হেমন্ত সোরেন সরকার।

এ প্রসঙ্গে উল্লেখ্য আরএসএস আদিবাসীদের বা উপজাতিদের হিন্দু হিসেবেই বিবেচনা করে। এমনকি চলতি বছরের শুরুর দিকে আরএসএস প্রধান মোহন ভাগবত রাঁচিতে বলেছিলেন যে উপজাতিরা যাতে আদমশুমারি কলামে হিন্দুত্বের পরিচয় লিখতে পারেন সেজন্য একটি সচেতনতা প্রচার শুরু করা হবে। এছাড়া উপজাতির নেতাদের মধ্যেও বিভিন্ন ধর্মীয় কোর্টের নাম নিয়ে অনেক বৈষম্য ছিল। কেউ সরনা করে সম্মত হন আবার কেউ আদিবাসী কলামে। কেউ সরনাকে ধর্ম নয় ধর্মের স্থান বলে অভিহিত করেন আবার কেউ, উপজাতি শব্দটিকেই একটি বর্ণ হিসেবে বিবেচনা করেন। এক পক্ষের মানুষ মনে করেন মন্দির মসজিদ গুরুদুয়ারা এসবের নামে যখন কোন ধর্মীয় কোড নেই তখন সরনার নামে ধর্মীয় কোড কিভাবে সম্ভব? আবার আরেক পক্ষ মনে করেন, যখন দলিত, সবর্ণ, ওবিসি, আনসারী, শেখ,সৈয়দ, পাঠানদের নামের জন্য কোন ধর্ম কোড নেই, তখন উপজাতির নামে ধর্ম কোড কিভাবে থাকতে পারে? তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বহুদিন ধরে শুধুমাত্র নির্বাচনী সাফল্যের স্বার্থে উপজাতিদের হিন্দুত্বকরনের যে প্রচেষ্টা করা হয়ে এসেছে সেই প্রয়াস ঝাড়খণ্ড সরকারের এই পদক্ষেপের পর বড়সড় বাধার সম্মুখীন হয়েছে।

 

Related Articles

Back to top button
error: