HighlightNewsদেশ

জুলাই মাসের মধ্যে দেশে বৃদ্ধি পাবে টিকা উৎপাদন, শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: জুলাই মাসের মধ্যেই দেশে টিকার উৎপাদন আরো বাড়ানো হবে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। এদিন আদালতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত আর্থিক ঝুঁকি নিয়ে টিকা উৎপাদন করছিল সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক কিন্তু এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দেওয়ার ফলে জুলাই মাস থেকেই বার্বি টিকার উৎপাদন।

প্রসঙ্গত, দেশি টিকার উৎপাদন কেন কম হচ্ছে এবং কেন্দ্রের এবং রাজ্যের ও বেসরকারী হাসপাতালগুলির ক্ষেত্রে আলাদা আলাদা দাম কেন তা নিয়ে আদালতের প্রশ্ন তুলেছিল একাধিক রাজ্য। সেই মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রকে ভাবনা চিন্তা করার প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। এবার আদালতের সেই নির্দেশ মেনে শীর্ষ আদালতে টিকার দাম সংক্রান্ত বিষয় ও টিকার উৎপাদন নিয়ে নিজেদের বক্তব্য হলফনামায় জানিয়ে দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের তরফ থেকে জমা দেওয়া ওই হলফনামায় বলা হয়েছে, বিভিন্ন রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালে থেকে অনেক বেশি পরিমাণে কেন্দ্রের তরফ থেকে টিকার বরাদ্দ দেওয়ার জন্য রাজ্য ও বেসরকারি হাসপাতালে তুলনায় কম মূল্যে কেন্দ্রকে টিকা দিচ্ছে প্রস্তুতকারক সংস্থাগুলি। পাশাপাশি প্রত্যেকটি রাজ্য কে সমান নামে টিকা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ওই হলফনামায়। কেন্দ্রের তরফ থেকে আরও বলা হয়েছে এই টিকা শেষ পর্যন্ত সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে এবং প্রতিটি রাজ্যের তরফ থেকে বিনামূল্যে টিকাকরণ করার কথা বলা হয়েছে তাই টিকার দামের কোনো প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না।এছাড়া টিকার উৎপাদন প্রসঙ্গে বলা হয়েছে, জুলাই মাস থেকেই বৃদ্ধি হবে টিকার উৎপাদন। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: