HighlightNewsদেশ

করোনা সংকটের মধ্যে সম্পূর্ণ লকডাউনের সমর্থন কেন করছেন? প্রশ্ন করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ইতিমধ্যেই দৈনিক চার লক্ষের বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র ও রাজ্য গুলিকে প্রয়োজনে দেশজুড়ে ফের সম্পূর্ণ লকডাউন জারি করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি সোশ্যাল মিডিয়াতেও সম্পূর্ণ লকডাউনের আবেদন জানাচ্ছেন বহু মানুষ। তবে করুন আর এই সংকটময় পরিস্থিতিতে ফের দেশে সম্পূর্ণ লকডাউন জারি করার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি কেন্দ্র সরকারের কাছে গরীব মানুষদের জন্য শীঘ্র আর্থিক প্যাকেজ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

রাহুল গান্ধী এপ্রসঙ্গে টুইটারে লিখেছেন,”গত বছরের অপরিকল্পিত লকডাউন জনসাধারণের উপর মারাত্মক আক্রমণ ছিল, তাই আমি সম্পূর্ণ লকডাউনের বিপক্ষে। তবে প্রধানমন্ত্রীর ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের শূন্য কৌশল দেশকে পুরো লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে। এ জাতীয় পরিস্থিতিতে দরিদ্র জনগণকে আর্থিক প্যাকেজ সরবরাহ এবং তাত্ক্ষণিকভাবে সকল প্রকার সহায়তা প্রদান জরুরি।”

Related Articles

Back to top button
error: