Highlightদেশ উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ বাংলার পাঁচ শ্রমিক By TDN Bangla - 9 February 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ বাংলার পাঁচ শ্রমিক। তাদের বাড়ি মেদিনীপুর পুরুলিয়ায়। ঘটনায় চরম উদ্বিগ্ন পরিবারের লোকেরা। লকডাউন পরবর্তী সময়েই আয়ের সন্ধানে উত্তরাখণ্ডে গিয়েছিলেন ওই শ্রমিকরা।