টিডিএন বাংলা ডেস্ক: ব্যাঙ্কশাল কোর্টে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশের মধ্যেই আরও একটি মামলায় বিচারের সম্মুখীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তৃণমুল অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে বারুইপুর আদালতে তোলা হল নওশাদ সিদ্দিকীকে। ২১ জানুয়ারি ধর্মতলায় আসার পথে আইএসএফের কর্মীদের সঙ্গে নিয়ে ভাঙড়ের হাতিশালায় তৃণমুলের পার্টি অফিস ভাঙচুর, আগুন দেওয়া, তৃণমূল কর্মীদের মারধর, এলাকায় অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে নওশাদ সিদ্দিকি এবং আসমা খাতুনের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা অভিযোগ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। তাদের দাবী সামনেই পঞ্চায়েত ভোট তাই পরাজিত হওয়ার ভয়ে তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
আজ শুক্রবার বারুইপুর আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “শাসকদলের ভোট ব্যাঙ্ক নষ্ট হচ্ছে তাই এই গ্রেফতারি। তবে গরিব মানুষের এই লড়াই চলবে। পঞ্চায়েত ভোটের আগে হারের ভয়ে আটকে রাখার চেষ্টা চলছে।”