টিডিএন বাংলা ডেস্ক : দেশে লাগাতার দাম বাড়ছে পেট্রোপণ্যের। উৎসবের মরশুমে যার জেরে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। কারণ একদিকে চড়া দামে কিনতে হচ্ছে পেট্রোল-ডিজেল। অন্যদিকে এরফলে সব্জির বাজারে আগুন দাম। যার জেরে সমালোচনা শুরু করেছে কংগ্রেস সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই। উল্টে বিজেপি দাবি করছে রাজ্য কর কমিয়ে এই সমস্যার সমাধান লাঘব করতেই পারে। সমালোচনা-পাল্টা সমালোচনার মধ্যেই চমক দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই।
কেমন চমক ? রবিবার সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ”সবই অর্থনীতির ওপর নির্ভর করছে। আমি একটা বৈঠক ডেকেছি। যদি দেখা যায় রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে, আমি কর কমানোর কথা ভাববো।” কর্নাটকে রবিবার পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে। এক লিটার পেট্রোল কিনতে হলে খরচ করতে হবে ১০৯.১৬ টাকা। ডিজেল কিনতে গুনতে হবে ১০০ টাকা প্রতি লিটারে। প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতেও কর কমানো হয়েছিল। এখন দেখার সেই পথেই হাঁটে কীনা কর্নাটক সরকারও!
উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের পর থেকে এই নিয়ে ১৬ বার পেট্রোলের দাম বৃদ্ধি পেল। ডিজেলের দাম বৃদ্ধি পেল এ নিয়ে ১৯ বার। এই দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সিপিএম তথা বাম দলগুলি দাবি করেছে, অবিলম্বে পেট্রোপণ্যের উপর থেকে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি প্রত্যাহার করুক সরকার। অন্যদিকে সাংসদ রাহুল গান্ধি অভিযোগ করেছেন, পেট্রোপণ্যের কর বাড়িয়ে আসলে তোলাবাজি করছে কেন্দ্র। একই অভিযোগ করেছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তনমন্ত্রী পি চিদম্বরমও।