স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধেই এবার মানহানির অভিযোগ করলেন নওয়াজ সিদ্দিকী!

টিডিএন বাংলা ডেস্ক: বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাইয়ের তাঁর বিরুদ্ধে করা বিভিন্ন ট্যুইট। শুধু তাই নয়, স্ত্রী’র সঙ্গে পারিবারিক অশান্তির কারণেও দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার নিজের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধেই মানহানির মামলা ঠুকলেন অভিনেতা। ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করেছেন তিনি। মুম্বই হাইকোর্টে আগামী ৩০ মার্চ এই মামলাটির প্রথম শুনানি হবে। মানহানির পাশাপাশি, ভাই শমসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেছেন অভিনেতা।

জানা গিয়েছে, ২০০৮ সাল থেকে নওয়াজের ম্যানেজার হিসেবে কাজ করতেন নওয়াজের ভাই শমস নবাব সিদ্দিকি। অভিনেতার অভিযোগ, তাঁর টাকায় কেনা একাধিক সম্পত্তি নিজের নামে হস্তগত করেছেন তাঁর ভাই শমস। ভারতের বিভিন্ন শহরে এবং দুবাইতে অভিনেতার যা যা সম্পত্তি ছিল সেসবই দখল করেছেন শমস। পাশাপাশি, অভিনেতার ১৪টি দামি গাড়িও এখন তাঁর ভাইয়ের দখলে। এমনই অভিযোগ নওয়াজের।
একইসঙ্গে, তাঁর স্ত্রী’র আনা গার্হস্থ্য হিংসার অভিযোগের ক্ষেত্রেও ভাইকেই নিশানা করেছেন নওয়াজ। স্ত্রী আলিয়াকে অভিনেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলার জন্য শমসই প্ররোচনা দিয়েছেন এমনই দাবি করেছেন অভিনেতা। স্ত্রী’র বিরুদ্ধে বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত হিসেবে দাবি করা, সন্তানদের ভরণ-পোষণের টাকা নয়ছয় করা, প্রোডাকশন হাউস খোলার নাম করে টাকা নিয়ে নিজের জন্য খরচ করার অভিযোগ করেছেন নওয়াজ।
শুধু তাই নয়, নওয়াজের অভিযোগ, শমস এবং আলিয়া মিলে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি, তাঁর কুরুচিকর ভিডিও তৈরি করেও তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছেন নওয়াজ। এই অশ্লীল ভিডিওর জন্য শুরু হতে চলা তাঁর আগামী ছবির কাজ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।