HighlightNewsসাহিত্য

সংসার সামলে সম্প্রীতির কবিতা লিখছেন গাঁয়ের মেয়ে নাজনীনা সুলতানা

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া:

দেশব্যাপী যখন হিংসা বিদ্বেষ বেড়েই চলেছে তখন শিক্ষকতা, সংসার গেরস্তালি সামলে সম্প্রীতি নিয়ে কবিতা লিখছেন গাঁয়ের মেয়ে নাজনীনা সুলতানা। বাংলার বিখ্যাত বাউল শিল্পী মনসুর ফকিরের উপস্থিতিতে তাঁর ‘সম্প্রীতির কবিতা’ কাব্যগ্রন্থটি সদ্য প্রকাশ হল করিমপুর বইমেলায়। নাজনীনার মিলনের কবিতায় মুগ্ধ এলাকাবাসী। খুশি বারবাকপুর গ্রামও। কবির বাড়ি নদিয়ার করিমপুরের বারবাকপুর গ্রামে। পার্শ্ব শিক্ষিকা হিসেবে তিনি থানারপাড়া এইচএম হাই মাদ্রাসায় কর্মরত। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনেও কবির কবিতা প্রকাশিত হয়েছে। পেয়েছেন একাধিক স্মারক সম্মান।

বই প্রকাশ করে বাউল শিল্পী মনসুর ফকির বলেন, ‘নাজনীনা সুলতানা ‘সম্প্রীতির কবি’। সম্প্রীতি নিয়ে এত সুন্দর কবিতার বই এই এলাকায় আগে প্রকাশিত হয়নি।’ বইমেলার সম্পাদক গৌরব বিশ্বাসও কবিতা পড়ে মুগ্ধ হন। তিনি জানান, ‘নাজনীনা সুলতানা শিক্ষকতা করার পাশাপাশি সাহিত্য রচনা করে চলেছেন। তার সৃষ্টি বাংলার সাহিত্য ও সম্প্রীতিকে সমৃদ্ধ করবে।’

কবি নাজনীনা সুলতানা জানিয়েছেন, ‘সেই ষষ্ঠ শ্রেণী থেকেই কবিতায় হাতে খড়ি। তখন বাবা সহযোগিতা করতেন। বিয়ের পর স্বামীও পাশে থেকে উৎসাহ দেন। ‘সম্প্রীতির কবিতা’ কাব্যটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থের নাম ‘স্বপ্ন’।’ জানা গেছে, অষ্টম শ্রেণী পড়ুয়া কবির মেয়ে সোহানা ইসলামও কবিতা লেখেন। মা ও দিদির কবিতাগুলি সারাক্ষন গুনগুন করে ছোট ছেলে সৃজন ইসলাম। আর এভাবেই সাহিত্য চর্চায় মেতে উঠেছে কবির গোটা পরিবার।

Related Articles

Back to top button
error: