Highlightদেশ

মাদককাণ্ডে বহিরাগত তত্ত্বের পর চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ এনসিপি নেতা মালিকের

টিডিএন বাংলা ডেস্ক : মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন স্টারকিড আরিয়ান খান। তারপর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এবার তাতে নতুন মাত্রা যোগ করেছে এনসিপি নেতা নবাব মালিকের একটি ভিডিও।

এনসিপি নেতার দাবি, ভিডিওটি ৩ অক্টোবর রাতের। ওই দিন মুম্বইয়ের প্রমোদতরীতে তল্লাশি চালায় এনসিবি। ভিডিওতে প্রাইভেট গোয়েন্দা কিরণ পি গোসাভি ও বিজেপি কর্মী মণীশ ভানুশালিকে এনসিবি অফিসে ঢুকতে-বেরোতে দেখা যাচ্ছে। এনসিবি আধিকারিকদের তল্লাশির দিন এই দু’জনের উপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন মালিক। তিনি দাবি করেন, আরিয়ানের গ্রেফতারি ধাপ্পাবাজি। আসলে মহারাষ্ট্র সরকারকে বদনাম করতে চাইছে বিজেপি।

এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের একটি ভিডিও প্রকাশ করেছেন মালিক। সেখানে ওয়াংখেড়ে বলছেন, মাদক পার্টিতে ৮-১০ জন গ্রেফতার হয়েছেন। এখানেই প্রশ্ন তুলেছেন মালিক। তার প্রশ্ন, কেন গ্রেফতারের সংখ্যা সম্পর্কে আধিকারিক নিশ্চিত ছিলেন না? তাহলে কি ৮ জনের সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করার পরিকল্পনা ছিল তাদের?” ওয়াংখেড়ে অবশ্য কারও নাম না করে বলেছেন, যা হয়েছে পুরোটাই আইন মোতাবেক।

এনসিবির বিরুদ্ধে সুর তুলেছে কংগ্রেসও। কংগ্রেস নেতা সচিন সাওয়ান্তে দাবি করেন, এনসিবি অফিসারদের কথাতে অনেক গরমিল আছে। কারণ এনসিবি প্রথমে জানিয়েছিল মণীশ ভানুশালি নিরপেক্ষ সাক্ষী। যদিও মণীশ নিজেই বলছেন তিনি এনসিবির ইনফর্মার। কেন তাকে ঘটনাস্থলে থাকতে দেওয়া হলো তাও স্পষ্ট নয়। তল্লাশি চালানোর সময় কেন তাদেরকে ভেতরে যেতে দেওয়া হল, তা নিয়ে বিতর্ক অব্যাহত।

Related Articles

Back to top button
error: