টিডিএন বাংলা ডেস্ক: লোকসভায় “সমলিঙ্গের বিয়েকে বৈধতা” দেওয়ার দাবিতে সরব হলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। এই সংক্রান্ত একটি প্রাইভেট মেম্বারস’ বিল লোকসভায় পেশ করেন তিনি। ওই বিলের একটি কপি নিজের ট্যুইটার প্রোফাইলেও শেয়ার করেছেন তিনি। কয়েক বছর আগেই ৩৭৭ ধারায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সমলিঙ্গে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্মতিতে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে আর অপরাধ গণ্য করা যাবে না। যদিও তাঁদের মধ্যে বিয়ের কোনো নির্দেশ বা আইন ভারতে এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি। প্রাইভেট মেম্বারস’ বিলের মধ্যে এবার সেই বিয়ের বিষয়টি তুলে ধরলেন সুপ্রিয়া সুলে। ওই বিলে সুপ্রিয়া সুলে দাবি করেছেন, এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের মানুষজনকেও সমান অধিকার দেওয়া হোক। একে স্পেশাল ম্যারেজ (অ্যামেন্ডমেন্ট)অ্যাক্ট ২০২২ বলা যেতে পারে বলেও জানান তিনি।
প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, যদি দুই পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয় তাহলে সে ক্ষেত্রে বয়স হতে হবে ২১। সমকামী মেয়েদের বিয়ের ক্ষেত্রে এই বয়স হতে হবে ১৮। স্বামী কিংবা স্ত্রী লেখার বদলে বিয়ের নথিপত্রে অন্য শব্দ লেখার কোথাও বলা হয়েছে বিলে। একইসঙ্গে ওই সম্প্রদায়ের দম্পতিদের আইনসম্মতভাবে সন্তান লালন পালন করার অধিকার দেওয়া উচিত এবং সঙ্গীর পেনশন ও অন্যান্য সরকারি সুবিধা দেওয়া উচিত বলে জানিয়েছেন এনসিপি সাংসদ। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত একটি মামলায় দিল্লি হাইকোর্টে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল, এই ধরনের বিবাহ ভারতীয় পরিবার পরিকাঠামোর পরিপন্থী।