ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত লিবিয়ায়, প্রায় ৫ হাজার লোক নিহত ও ১০ হাজার নিখোঁজ

image collected from internet Representative Image

টিডিএন বাংলা ডেস্ক: ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে যুদ্ধ-সংঘর্ষে জর্জরিত লিবিয়া। এই দুর্ঘটনার কারণে কমপক্ষে প্রায় ৫ হাজার লোক বা তারও বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে খবর। এই নিখোঁজদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। যদিও ডেরনা শহরের জ্যেষ্ঠ এক চিকিৎসক বার্তাসংস্থা রয়টার্সকে দুই হাজার লোকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

লিবিয়ায় গত রোববার ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর বন্যা দেখা দেয়। ডেরনা শহরে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের বসবাস। রয়টার্সের সাংবাদিকেরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, চারপাশে শুধুই ধ্বংসস্তূপ। অনেক ভবন পানিতে ভেসে গেছে। রাস্তার ওপর কিছু গাড়ি উল্টে রয়েছে।

লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকারী প্রশাসনের বেসামরিক বিমানচলাচলমন্ত্রী হিশেম আবু কিওয়াত রয়টার্সকে টেলিফোনে বলেছেন, সাগর, উপত্যকা, ভবনের নিচে—সব জায়গায় মৃতদেহ পড়ে আছে। তিনি আরও বলেন, ‘আমি যদি বলি যে শহরের ২৫ ভাগ নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে বাড়িয়ে বলা হবে না। অনেক ভবন ভেঙে পড়েছে।’

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ অন্য পূর্বাঞ্চলীয় শহরগুলোয়ও ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান তামের রামাদান বলেছেন, মৃতের সংখ্যা ‘অনেক’ হবে। তিনি আরও জানান নিখোঁজের সংখ্যা ১০ হাজার হতে পারে।