ভারতে আসছে সুঁচবিহীন টিকা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : ইনজেকশন ব্যবহার না করেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন। পরের সপ্তাহে ভারতে আসতে চলেছে এই সুঁচবিহীন ভ্যাকসিন। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যকে দেওয়া হবে এই টিকা।

সুঁচ না ফুটিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। আমেদাবাদের ফার্মাসিটিক্যাল কম্পানি জাইডাস ক্যাডিলা এই অভিনব সৃষ্টি করেছে। তাদের তৈরি ভ্যাকসিনের নাম জাইকভ ডি। এই টিকা দেওয়া হবে ফার্মাজেট ইনজেকটরে। এই পদ্ধতিতে শরীরে ইনজেকশন ফোটানোর দরকার পড়বে না। ভ্যাকসিন তৈরি হয়েছে ডিএনএ টেকনোলজিতে।

কীভাবে এই টিকা দেওয়া হয়? ত্বকের নিচে দেওয়া হয় এই টিকা। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ একটি ডিভাইস। বাতাসের উচ্চচাপে কমপ্রেসড গ্যাসের মাধ্যমে তরল খুব জোরে ত্বকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সে ক্ষেত্রে ইনজেকশন দেওয়ার ঝামেলা থাকে না। পশ্চিমবঙ্গ ছাড়া এই টিকা বিতরণ করা হবে বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে। এমনই জানানো হয়েছে কোম্পানি তরফে।