টিডিএন বাংলা ডেস্ক: অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আরও একবার জ্যাভলিন নিক্ষেপে জাতীয় রেকর্ড গড়লেন। বলা ভাল, নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। স্টকহোমে ডায়মন্ড লিগে প্রথম প্রচেষ্টায় ৮৯.৯৪ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে নিজের রেকর্ড ভেঙেছেন নীরজ। মাত্র ২৪ বছর বয়সী নীরজের এবছর এটি প্রথম টুর্নামেন্ট। পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে জাতীয় রেকর্ড নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এর আগে, কুয়ার্তনে গেমসে ৮৬.৬০ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে প্রথম স্থান অর্জন করেছিলেন নীরজ চোপড়া।