HighlightNewsদেশ

বিশ্বের শীর্ষ স্থান দখল করে জ্যাভলিনে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

টিডিএন বাংলা ডেস্ক: এবার বিশ্বের শীর্ষ স্থান দখল করে জ্যাভলিনে ইতিহাস গড়লেন বিখ্যাত ভারতীয় অ্যাথলেটিক্স নীরজ চোপড়া। ইতিপূর্বেও আন্তর্জাতিক অঙ্গনে বহু পদক জয় করে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। তবে সোনার ছেলে নীরজের মুকুটে এবার সংযোজিত হল নতুন আর একটি পালক। এই বছর পুরুষদের জ্যাভলিন র‌্যাঙ্কিংয়ে গ্রানদার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সকে টপকে বিশ্বে এক নম্বর স্থান অধিকার করেছেন নীরজ। নীরজ শুধু নিজের জ্যাভলিন কেরিয়ারে এই প্রথমবার শীর্ষ স্থান দখল করেছেন তাই নয়। পাশাপাশি তিনিই হলেন প্রথম কোনো ভারতীয় জ্যাভলিন প্লেয়ার যিনি জ্যাভলিন র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ স্থান দখল করতে সমর্থ হয়েছেন।

জানা গিয়েছে, এই বছর নীরজের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৫৫। তিনি জাকে পরাজিত করে এই শীর্ষ স্থান ছিনিয়ে এনেছেন সেই গ্রানদার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৩৩। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেন টোকিও অলিম্পিক্সে রূপোজয়ী চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ। তাঁর মোট পয়েন্ট ১৪১৬। গত বছর ৩০ অগাস্ট নীজর চোপড়া র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে জায়গা করেন। নীরজ চোপড়ার এই বিশাল সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিড়া প্রেমীরা।

Related Articles

Back to top button
error: