HighlightNewsদেশশিক্ষা ও স্বাস্থ্য
এনইইটি ইউজি ফলাফল: প্রথম স্থান অধিকার করলেন রাজস্থানের তানিষ্কা
টিডিএন বাংলা ডেস্ক: এনইইটি ইউজি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ। সারাদেশ থেকে মোট ১৮ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। চলতি বছরের ১৭ জুলাই সারা দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা পরিচালিত হয়েছিল।
এনটিএ বুধবার রাত ১১টায় এনইইটি ইউজি ২০২২-এর ফলাফল ঘোষণা করেছে। প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের তানিষ্কা। দিল্লির ভাতস আশিস বাত্রা দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এনইইটি-র ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in- এ দেখা যাবে । শিক্ষার্থীরা তাদের আবেদনের নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন।