টিডিএন বাংলা ডেস্ক: আবারও এ রাজ্যে ফিরে এলো মূর্তি ভাঙার স্মৃতি। উত্তর ২৪ পরগনায় রাতের অন্ধকারে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি! এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সোদপুরের পানিহাটির এমএন মুখার্জি রোডের ধারে রাতের অন্ধকারে কয়েকজন মদ্যপ অবস্থায় এসে ভেঙ্গে গুঁড়িয়ে দেয় নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি। আর দৃশ্য ধরা পড়েছে সেখানকার একটি সিসিটিভি ক্যামেরায়। মূর্তিটি ছিল এলাকার সঙ্ঘশ্রী ক্লাবের সামনে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরাই রয়েছে। প্রসঙ্গত, বছর দুয়েক আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পূর্বে বিদ্যাসাগর কলেজে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল গোটা রাজ্য জুড়ে। সেই ঘটনায় অবশ্য রাজনৈতিক রং ছিল যেটা এক্ষেত্রে ঘটেনি। সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল থেকেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।