HighlightNewsদেশরাজ্য

প্রজাতন্ত্র দিবসে থাকছে না নেতাজির ট্যাবলো

টিডিএন বাংলা ডেস্ক : চলতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার রাজধানীর রাস্তায় সম্ভবত দেখা যাবেনা নেতাজির ট্যাবলো। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

রাজ্যকে সরকারিভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক কিছু জানায়নি। তবে এই সংক্রান্ত পরপর বৈঠকে ডাক না পাওয়াকে বাংলার ট্যাবলোর মনোনীত না হওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছে রাজ্য। ২০২০ সালে রাজ্যের কন্যাশ্রী থিমের ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবার থেকে প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ২৪ জানুয়ারির বদলে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম দিনেই শুরু হবে।

এই বিষয়টিকে রাজ্যের বঞ্চনা হিসেবে দেখছে তৃণমূল। সমালোচনা করেছে কংগ্রেসেও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রক সব রাজ্যকে তাদের ট্যাবলোর থিম জমা দিতে বলে। তারপর রাজ্যগুলিকে ডেকে সব মিলিয়ে অন্তত ১৫টি বৈঠক হয়। নবান্ন সূত্রে খবর, এবার থিম জমা দেওয়ার পর রাজ্যকে পাঁচটি বৈঠকে ডাকা হয়েছিল। কিন্তু তারপর আর কোনও বৈঠকে ডাকা হয়নি।

Related Articles

Back to top button
error: