নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকদের জন্য নতুন বিকল্প ও আইনি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে; বারাণসীতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ছবি সৌজন্যে নরেন্দ্র মোদী টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: নয়াকৃষি আইনের মাধ্যমে কৃষকদের জন্য নতুন বিকল্প আইনে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে কৃষক আন্দোলনের মধ্যেই নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধন উপলক্ষে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা দিনের পর দিন কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াকৃষি আইনের পক্ষে সওয়াল করে আরো বলেন, আগে ছোট কৃষকরা সবসময় প্রতারণার শিকার হতেন। প্রথমে ভোটের সময় প্রতিশ্রুতি দেয়া হতো পরে প্রতারিত হতেন কৃষকরা। কৃষকদের নিয়ে মিথ্যে প্রচার করা এক সময় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আমরা বলেছিলাম ইউরিয়ার কালোবাজারি বন্ধ করব। এখন দেশে আর ইউরিয়া নিয়ে সঙ্কট তৈরি হয় না।

এর পাশাপাশি কৃষকদের জন্য এক লক্ষ টাকার তহবিলের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী আরো বলেন, বারানসি কৃষকদের জন্য বিশেষ কার্গো সেন্টার তৈরি করা হয়েছে। এখন লন্ডন ও মধ্যপ্রাচ্যেও ফসল পাঠাতে পারছেন কৃষকরা। উত্তর প্রদেশ থেকে এখন তাজা সবজি চলে যাচ্ছে লন্ডন, দুবাইতে।

মোদি আরো বলেন, কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে এবং কৃষকদের আয় বাড়াতে সরকার ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। কৃষকদের ফসল বিক্রি স্বাধীনতা রয়েছে। নতুন আইনের মাধ্যমে পুরনো প্রক্রিয়াতেও ফসল বিক্রি করা যাবে। নতুন আইন কৃষকদের পক্ষে লাভজনক।