HighlightNewsদেশ

বিভিন্ন দেশের ‘অনুরোধ’ গম রফতানি উপর নিষেধাজ্ঞা শিথিল নয়াদিল্লি

টিডিএন বাংলা ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে ‘অনুরোধ’ করা হচ্ছিল আবারও গম রফতানি স্বাভাবিক করুক ভারত। সেই ‘অনুরোধ’ রক্ষায় এবার বিদেশে গম রফতানি উপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে খাদ্যসঙ্কট মোকাবিলায় পাঠানো হচ্ছে গম। তবে এই সিদ্ধান্তের কারণে খুব শীঘ্রই দেশের মধ্যে গমের দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন অনেকেই।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে বলেন, ”বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি এবং আফগানিস্তানের মতো দেশে গম পাঠানো হয়েছে। অনেক দেশেই তাঁদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গম চেয়েছিল। সেই চাহিদা মেটাতেই গম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার জন্য নয়।” সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ”গম রফতানির বাণিজ্যের অংশীদার হতে আমরা আগ্রহী নই। তবে কোনও দেশের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভারত গম সরবরাহ করতে প্রস্তুত।”

প্রসঙ্গত, এবছর গমের উৎপাদন কম হওয়ার কারণে দেশের অভ্যন্তরে মানুষের চাহিদা মেটানোর কথা মাথায় রেখে গত ১৩ গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। ইউরোপে গমের বাজারে ব্যাপক দাম বৃদ্ধি ঘটে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশেও এর প্রভাব পড়ে।

Related Articles

Back to top button
error: