‘নতুন জীবন’ নার্সিংহোমের ‘ফ্রি চিকিৎসা শিবির’ পাকুড় জেলার প্রত‍্যন্ত গ্ৰামে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: সুস্থ মানুষ ,সুস্থ সমাজ’ এই মন্ত্র কে পাথেয় করে গত ১১ নভেম্বর সোমবার সম্পূর্ন বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করলো ‘নতুন জীবন’ নামক মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতাল। ঝাড়খণ্ডের পাকুড় জেলার অন্তর্গত ইলামি নামক একটি প্রত্যন্ত গ্রামে প্রায় ৩০০ গ্রামবাসীর জন্য এই ফ্রী চিকিৎসা শিবিরটির আয়োজন করা হয়। এদিনের এই ফ্রী চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন ‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল’-এর চিকিৎসক ডাঃ সাবির আলি, গায়নোকলজিস্ট অ্যান্ড গোল্ড মেডালিস্ট ডাঃ ফাতেমা সুমাইয়া, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সহিদুল আলম, শিশু বিশেষজ্ঞ গৌরব ভাই প্যাটেল এবং জ্ঞান সঞ্চয় একাডেমির প্রিন্সিপাল সাইফুল্লাহ সিদ্দিকী। ‘নতুন জীবন’ নার্সিংহোম-এর বিভাগীয় চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের উদ্যোগে এবং উপস্থিত চিকিৎসকদের সহায়তায় সযত্নে প্রায় ৩০০ এর অধিক দরিদ্র গ্রামবাসীকে চিকিৎসা দেওয়ার হয়। পাশাপাশি প্রত্যন্ত এই গ্রামবাসী সাধারণত কোন রোগে বেশি আক্রান্ত তার একটা নমুনা তৈরি করে এই টিম। এদিন এই রোগ গুলোকে নিরসন করার সাথে সাথে চিকিৎসার জন্য সব রকম ভাবে গ্রামবাসীদের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেছে নতুন জীবন হাসপাতাল। প্রত্যন্ত গ্রামবাসী যারা অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হন তারা এমন একটা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এদিন গায়নোকোলজিস্ট ডাঃ ফাতেমা সুমাইয়া গ্রামের মহিলাদের বিশেষ কিছু বিষয়ের উপর সচেতন থাকতে বলেন এবং আনুসঙ্গিক যে কেনো রোগে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অবশেষে আনুষ্ঠানিক ভাবে এই মহতি আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন জ্ঞান সঞ্চয় একাডেমির প্রিন্সিপাল ও ‘নতুন জীবন’ নার্সিংহোমের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল্লাহ সিদ্দিকী।