লখিমপুর কাণ্ডে নয়া মোড়, জামিন মিলল না মন্ত্রীপুত্রের
টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুর কাণ্ডে ধৃত মন্ত্রীপুত্র আশিস মিশ্রকে জামিন দিল না আদালত। তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সুতরাং আপাতত মন্ত্রীপুত্রকে শ্রীঘরেই রাত্রি যাপন করতে হবে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সরকারি আইনজীবী এসপি যাদব জানিয়েছেন, বিচারক চিন্তা রামের এজলাসে জামিনের আর্জি জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। কিন্তু তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। আদালতের তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে আপাতত তাকে পুলিশের হেফাজতে রাখা হবে। পাশাপাশি জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় আশিস পাণ্ডেকেও।
অন্যদিকে বুধবার রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। কথা বলেন লখিমপুরখেরির ইস্যুতে। পাশাপাশি এই ঘটনার জেরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন রাষ্ট্রপতিকে।