A man walks over rubbles of a damaged house after an earthquake in Jatlan, Mirpur, Pakistan September 25, 2019. REUTERS/Akhtar Soomro

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) কিছুটা দফায় দফায় ..৮ মাত্রার ভূমিকম্পে হয়। ভূমিকম্পে  বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যায়। সেই নিহতের সংখ্যা বেড়ে এবার দাঁড়িয়েছে ৩৭।

সুত্রের খবর, ঝিলামের উত্তরে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে মিরপুর শহরের  নিকটবর্তী পিওকে ভূমিকম্পে প্রায় ৫০০ জন আহত হয়েছে। মিরপুরের কাছে ব্রিজ, মোবাইল ফোনের টাওয়ার, বিদ্যুতের খুঁটিগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। এমনকি বেশ কয়েকটি রাস্তা পুরোপুরি ধ্বংস হয়েছে এবং অনেকগুলি চলতি গাড়ি কাঁপুনি দিয়ে  উল্টে গেছে বলেও জানা গিয়েছিল।

ভারতের দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা জুড়েও কম্পন অনুভূত হয়েছিল তবে কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।