P Chidambaram

টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ মেলেনি। বম্বে হাইকোর্টে ৬৩ মুনস টেকনোলজিস সংস্থার দায়ের করা একটি মামলার শুনানিতে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন বম্বে হাই কোর্টের বিচারপতি সাধনা যাদব ও বিচারপতি এন জে জমাদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে
সিবিআইয়ের আইনজীবী হিতেন ভেনেগাভকর বলেন, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরম ও অন্য দুই কেন্দ্রীয় আমলার নামে ৬৩ মুনস টেকনোলজিস সংস্থাটি যে দুর্নীতির অভিযোগ এনেছিল তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগকারীও কোনও প্রমাণ দিতে পারেনি। তারা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ওই সংস্থার দায়ের করা অভিযোগটি ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের চিফ ভিজিল্যান্স অফিসারের কাছে পাঠিয়েছে বলেও জানান তিনি।