Representative Image

টিডিএন বাংলা ডেস্ক : ভারতে প্রতি বছর অপুষ্টির কারণে পাঁচ বছরের নীচে অন্তত ৬৯ শতাংশ শিশুর মৃত্যু হয়। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রতি পাঁচ জনের মধ্যে একজনের শরীরে ভিটামিন এ, প্রতি তিনজনের মধ্যে একজনের ভিটামিন বি-১২ এর ঘাটতি দেখা যায়। রক্ত স্বল্পতায় ভোগে প্রতি পাঁচ জনের মধ্যে দুজন। পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাবে রিকেটস, রাতকানা, অন্ধত্বের শিকার হতে হয় শিশুদের।

পুষ্টিবিদ‌্যার অধ‌্যাপক গার্গী বোসের মতে, মাতৃদুগ্ধ ছেড়ে শিশুকে খাবার খাওয়ানো এই সমস্যার অন্যতম একটি কারণ। এর পাশাপাশি তিনি এও বলেন, ‘অনেক ক্ষেত্রেই খাবার পরিমাণেও যথেষ্ট হয় না। আবার পুষ্টিগুণেও যথাযথ নয়। কারন হিসেবে রয়েছে মূলত দারিদ্র‌্য ও অশিক্ষা ছাড়াও পুষ্টি এবং স্বাস্থ‌্য সংক্রান্ত সচেতনতার অভাব। পাশাপাশি অস্বাস্থ‌্যকর পরিবেশ, বিশুদ্ধ জলের অভাবও সমানভাবে দায়ী। একইসঙ্গে কম বয়সে বিয়ে, কৈশোরকালীন মাতৃত্ব, একাধিকবার গর্ভবতী হওয়া ইত্যাদিও শিশু মৃত্যু বৃদ্ধির একটি বড় কারণ।