টিডিএন বাংলা ডেস্ক: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) কোচি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (কেএমসি) ১০০ কোটি টাকা জরিমানা করেছে। কোচির ব্রহাপুরমে বর্জ্য ডাম্প সাইটে আগুন লাগার ঘটনায় এই জরিমানা করা হয়েছে। এনজিটি জানিয়েছে, কেরালা সরকার এবং কেএমসি তাদের দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি লঙ্ঘন করেছে।
উল্লেখ্য, ২মার্চ, কোচির ব্রহাপুরমে বর্জ্য ডাম্প সাইটে আগুন লেগে যায়। ওই দিনই আগুন নেভানো হলেও কয়েকদিন ধরে পোড়া প্লাস্টিক থেকে ধোঁয়া বের হতে থাকে। যার ফলে পরিবেশ দূষণ হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনার পর, এক মাসের মধ্যে কেএমসিকে জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনজিটি। এই অর্থ বিষাক্ত ধোঁয়ার কারণে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়া মানুষের কল্যাণে ব্যবহার করা হবে জানানো হয়েছে।