HighlightNewsদেশ

সন্ত্রাসী অর্থায়নের মামলায় কাশ্মীর এবং তামিলনাড়ুতে এনআইএ অভিযান, ১২টি জায়গায় তল্লাশি জারি

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সন্ত্রাসী অর্থায়নের মামলায় জম্মু ও কাশ্মীর এবং তামিলনাড়ুর ১২টি জায়গায় অভিযান চালায়। জম্মু ও কাশ্মীরের ৬টি স্থানে অভিযান চালানো হচ্ছে। এই জায়গাগুলি হল, শ্রীনগর, অনন্তনাগ, কুপওয়ারা, পুঞ্চ, রাজৌরি এবং কিশতওয়ার। একই সঙ্গে, তামিলনাড়ুর মাদুরাই, ত্রিচি, ডিন্ডিগুল ও চেন্নাই-সহ ৬টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, পাকিস্তানি কমান্ডার এবং হ্যান্ডলারদের নির্দেশে বিভিন্ন নামে পরিচালিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে জড়িত। একই সঙ্গে, তামিলনাড়ুতে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) ঘাঁটিতেও অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই অভিযানে এনআইএ ডিন্ডিগুলের পাজানি থেকে পিএফআইয়ের মাদুরাই সভাপতি মহম্মদ কায়সারকে আটক করেছে।

উল্লেখ্য, ৫ মে রাজৌরি জেলায় জঙ্গিদের সাথে এনকাউন্টারে পাঁচজন সেনা কর্মী নিহত হওয়ার কয়েকদিন পর এনআইএ-র এই অভিযান শুরু হয়েছে।

Related Articles

Back to top button
error: