আগামীকাল থেকে বিজেপি শাসিত ২ রাজ্যে নাইট কারফিউ

টিডিএন বাংলা ডেস্ক : ওমিক্রনের ধাক্কা। সেই ধাক্কা সামাল দিতে আগামীকাল থেকে নাইট কারফিউ শুরু করছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। সরকারের তরফে জানানো হয়েছে, রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই কারফিউ বজায় থাকবে।

তবে শুধু নৈশ কারফিউ নয়। আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান করা যাবে। আমন্ত্রিতদের তালিকা সর্বোচ্চ ২০০ জন হবে। মেনে চলতে হবে কোভিড বিধি। পাশাপাশি জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে।

সারাদেশে তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মুম্বই ও দিল্লিতে আচমকাই সংক্রমিত সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যমন্ত্রককের। দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ৩০০ পার করেছে। দিল্লি, মুম্বইয়ের পর তেলেঙ্গানা ও কর্ণাটকও রয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে অন্ধপ্রদেশ, রাজস্থানও। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশের ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বাসা বেধেছে ওমিক্রন।