গুজরাট, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি শহরে কাল থেকে জারি হবে নাইট কারফিউ

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল রাত থেকে গুজরাট এবং মধ্যপ্রদেশের বেশ কয়েকটি শহরে জারি করা হবে নাইট কারফিউ। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী গুজরাটের রাজকোট, সুরাট এবং বডোদরায় জরুরী পরিষেবা ছাড়া অন্য কাউকে রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাইরে বেরোনো অনুমতি দেওয়া হবে না।

আগামীকাল সোমবার থেকে রাত দশটা থেকে সকাল ছ’টার মধ্যে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, বিদিশা ও রতলামে কারফিউ কার্যকর থাকবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে প্রয়োজনীয় পরিষেবা এবং কারখানার কর্মীদের ছাড় দেওয়া হবে।