টিডিএন বাংলা ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবারও স্বর্ণপদক জিতে নজির গড়লেন ভারতের তারকা মহিলা বক্সার নিখাত জারিন। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়লেন নিখাত জারিন। ইতিপূর্বে গত বছরের মে মাসেও এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন নিখাত জারিন। এরপর আবারও গতকাল রবিবার ২৬ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্টিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের নগুয়েন থি ট্যামকে ৫-০ পরাজিত করে বিজয়ী হলেন নিখাত। বক্সার নিখাতের এই সাফল্যে গর্বিত হল ভারত।
দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্টিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত এই নিয়ে মোত তিনটি স্বর্ণপদক জিতেছে। প্রথমত, নীতু ঘঙ্গাশ ৪৫-৪৮ কেজি ওজন বিভাগে দেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এরপর ৭৫-৮১ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন সুইটি বুরা। এখন ৪৮-৫০ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন নিখাত জারিন। এছাড়া লভলিনা বরগোঁহাইও ভালো ফর্মে আছেন। ফাইনালে জিতে তিনিও দেশকে স্বর্ণপদক এনে দিবেন এই আশায় আছেন ভারতীয় দর্শকরা।