দেশ

করোনার মাঝেই নিপার তাণ্ডব! মৃত শিশু

টিডিএন বাংলা ডেস্ক : ২০১৮ সালের পর আরও একবার। করোনার তাণ্ডব দমতে না দমতেই নতুন আতঙ্ক নিপা ভাইরাস। কেরলে থাবা বসাল এই মারণ ভাইরাস। ভাইরাসের ছোবলে প্রাণ গেল ১২ বছরে একটি শিশু।
তিন বছর আগে কোঝিকোড়েই থাবা বসায় নিপা, প্রাণ হারিয়েছিলেন ১৭ জন। ফের হামলা নিপার।নিপায় শিশুমৃত্যুর পরই ছুটে গিয়েছে কেন্দ্রীয় দল। আরও দুই স্বাস্থ্যকর্মীর মধ্যেও নিপা ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে, রবিবার জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। নিপা ভাইরাসে শিশু মৃত্যুর ঘটনার পরই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সমস্ত আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

সাধারণভাবে বাদুর বা শুয়োরের থেকে মানুষের শরীরে বাসা বাঁধে এই ভাইরাস। উল্লেখযোগ্য বিষয় হল, করোনার ভ্যাকসিন আবিষ্কার হলেও, এই ভাইরাসের ওষুধ এখনও আবিষ্কার হয়নি। তিন বছর আগে, ২০১৮ সালে এই ভাইরাস কেরলে মহামারির আকার নিয়েছিল। কোঝিকোড়ের পাশাপাশি মালাপ্পুরম- এই দুই জেলায় বিনা চিকিৎসায় বেঘোরে মৃত্যুর কোলে ঢোলে পড়ছিলেন মানুষ। ৩ বছর বাদে ফের সেই আতঙ্ক ফিরে এসেছে।যদিও রাজ্য সরকারের তরফ থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে।

Related Articles

Back to top button
error: