ফোর্বসের তালিকায় ফের নির্মলা

টিডিএন বাংলা ডেস্ক : বিশ্বের সেরা ১০০ ক্ষমতাশালী মহিলার তালিকায় ফের নাম উঠল নির্মলা সীতারামনের। ফোর্বসের তালিকায় এই নিয়ে তৃতীয় বার নাম উঠল দেশের অর্থমন্ত্রীর।

সংস্থার তরফে প্রকাশিত অষ্টাদশতম তালিকায় ৩৭ নম্বরে রাখা হয়েছে নির্মলাকে। ২০২০ সালে ৪১ নম্বরে নেমে যায় তার নাম। ২০১৯ সালে ৩৪ নম্বর স্থান দখল করেছিলেন তিনি। ফোর্বস চিরকাল দাবি করে, ব্যক্তিগত আর্থিক প্রতিপত্তি বা সম্পদ, সামাজিক বা রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তাদের এই তালিকায় স্থান পাওয়া বা সিঁড়ির ওপরে নিচে ওঠানামা হয় না। নিজস্ব কর্মক্ষেত্রে কে কীভাবে দক্ষতার ছাপ রেখেছেন, বহির্বিশ্বে আমজনতার ওপর তার কী সদর্থক প্রভাব পড়েছে তার ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত হয়ে থাকে প্রতিবছর।

উল্লেখ্য চলতি বছরের তালিকায় ভারত থেকে এইচসিএল টেকনোলজিস-এর চেয়ারপার্সন রোশনি নাদার (৫২ তম), বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ (৭২), এর সঙ্গে জায়গা পেয়েছেন ফ্যাশন ব্র্যান্ড নাইকা-র প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার (৮৮)।