লখিমপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই নিশানা আরিয়ানকে! চাঞ্চল্যকর দাবি বিশাল দদলানির

টিডিএন বাংলা ডেস্ক : খান পরিবারের এখন দুঃসময়। ইতিমধ্যেই শাহরুখ খানের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে বলিউডের এক ঝাঁক তারকা। সেই তালিকায় নতুন সংযোজন সংগীতপরিচালক বিশাল দদলানি। শুধু কিং খানের পাশে থাকাই নয়, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দদলানি।

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন এই সঙ্গীত পরিচালক। দদলানি শাহরুখের পরিবারকে সফট টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন। টুইটারে তিনি লেখেন, “পুরো ব্যাপারটা আমার কাছে ধোঁয়াশা। খুব বড় একটা ঘটনা আড়াল করার চক্রান্ত। আদানিদের মুন্দ্রা বন্দরে ৩ হাজার কেজি মাদকের আমদানি আর কেন্দ্রীয় মন্ত্রীপুত্রের হাতে উত্তরপ্রদেশের কৃষক খুনের মতো ভয়ঙ্কর ঘটনা থেকে নজর ঘোরাতেই নিশানা করা হয়েছে শাহরুখ আরিয়ানের।” এই অভিযোগ অবশ্য প্রথম নয়। মুন্দ্রা মাদককাণ্ডের যথাযথ তদন্ত না করে, কেন মুম্বইয়ের প্রমোদ তরীর রেভ পার্টি নিয়ে হৈচৈ করা হচ্ছে, তা নিয়ে আগেই সুর ছড়িয়েছিল কংগ্রেস। এবার এই একই কথা শোনা গেল সঙ্গীত পরিচালকের কাছেও।

শাহরুখের পরিবারের পাশে আছেন, এই বার্তা একাধিকবার দিয়েছেন বলিউডের বেস্টিরা। পূজা ভাট, হৃত্বিক রোশন থেকে শুরু করে ফারহা খান, রানি মুখোপাধ্যায়, কাজল, সুনীল শেঠি, সুচিত্রা কৃষ্ণমূর্তি, রবিনা ট্যান্ডন কে নেই সেই তালিকায়। খান পরিবারের পাশে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার বিরাট একটা অংশ।