বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিশ!পেগাসাস নিয়ে তদন্তের দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপির অস্বস্তি বাড়িয়ে পেগাসাস কেলেঙ্কারিতে বিরোধীদের পাশে দাঁড়ালেন জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশ দাবি জানান, পেগাসাস কাণ্ডে তদন্ত হওয়া উচিত। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা করা উচিত।বিজেপির জোটসঙ্গীদের তিনিই প্রথম যিনি এই কেলেঙ্কারির তদন্তের দাবি তুললেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, নীতিশ কুমারের দাবি, পেগাসাস কান্ডে তদন্ত হওয়া উচিত এবং বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা করা উচিত। তিনি বলেন, “আমরা এতোদিন ধরে টেলিফোন ট্যাপিংয়ের কথা শুনে আসছি। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা উচিত। জনগণ (বিরোধীরা) বহুদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনার দাবি তুলছেন, এটা হওয়া উচিত।”

জোটসঙ্গীকে অপ্রস্তুতিতে ফেলে নীতিশ কুমার আরও বলেন, “মানুষকে বিরক্ত করা, হয়রানি করা – এই ধরনের কাজ করা উচিত নয়। পুরো বিষয়টি প্রকাশ্যে আনা উচিত।”

১৮ জুলাই বাদল অধিবেশন শুরুর আগের দিন অনলাইন নিউজ পোর্টাল দ্য ওয়্যার দাবি করে, পেগাসাস সফ্টওয়্যার ব্যবহার করে লোকসভা নির্বাচনের সময় দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের ফোন হ্যাক করা হয়েছিল। এক ইজরায়েলি সংস্থা এই সফ্টওয়্যার ভারত সরকারকে বিক্রি করেছিল। অধিবেশন চালুর দিন থেকে পেগাসাস নিয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধীরা এবং সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্তের দাবি তুলছেন তাঁরা। যদিও কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী সংসদের উভয় কক্ষে বলেছেন, পেগাসাস নিয়ে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহী।