প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়িতে বুলডোজার চালাল নীতিশ সরকার

টিডিএন বাংলা ডেস্ক: বিহারের বক্সারে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল পাঁচিল ও মূল গেট। গতকাল সকালে আহিরৌলিতে ৮৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া প্রশান্ত কিশোরের বাড়ির সামনে বুলডোজার দেখে ভিড় জমে যায়। এরপর ১০ মিনিটের মধ্যেই ভেঙ্গে ফেলা হয় পিকের পৈত্রিক বাড়ির একাংশ। এই ঘটনার সঙ্গে প্রশান্ত কিশোর ও নীতিশ সরকারের রাজনৈতিক সম্পর্কের কোন যোগাযোগ নেই বলেই দাবি করেছে প্রশাসন। নিতিশ সরকারের দাবি, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমি খালি করতেই ভেঙে দেওয়া হয়েছে বাড়ির একাংশ।

প্রসঙ্গত, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের। এরপরেই জেডিইউতে তাঁর রাজনৈতিক উত্থান হয়েছিল। যদিও গত বছরের বিধানসভা ভোটের আগে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের সংগ ছাড়েন দলের প্রাক্তন সহ-সভাপতি প্রশান্ত কিশোর। রাজনৈতিক মহলের মন্তব্য অনুযায়ী, কেন্দ্র সরকারের নাগরিকত্ব আইন পাসের পর থেকেই দূরত্ব বাড়তে শুরু করে এবং নিতিশ কুমারের মধ্যে।

তবে, শুধুমাত্র জনতা দল ইউনাইটেডকে ভোটে জেতানোর ক্ষেত্রেই নয় পিকের অবদান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ভোটে জেতানোর ক্ষেত্রে। যদিও বর্তমানে বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে বিজেপির জোট সঙ্গী নীতিশ সরকারের এহেন প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়িতে বুলডোজার চালানো নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।