HighlightNewsদেশ

জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কোনো বোর্ড পরীক্ষা নয়, ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক

টিডিএন বাংলা ডেস্ক: জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কোনো বোর্ড পরীক্ষা নয়। বর্তমান পরিস্থিতি পরীক্ষা গ্রহণের অনুকূল নয়। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রক। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ১৫ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ে বোর্ডের পরীক্ষা গ্রহণ করা হয় কিন্তু এবছর যা পরিস্থিতি তাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

এদিকে, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও ফেব্রুয়ারি মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে অনিশ্চয়তার কথা আগেই বলা হয়েছিল। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এইবার তারপরমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যে নির্ধারিত সময় হবেনা সে সম্বন্ধেও একপ্রকার নিশ্চিত হওয়া গেল। এর আগে সিবিএসইর পক্ষ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে, ২০২১-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রূপরেখা এখনো তৈরি করা হয়নি।

Related Articles

Back to top button
error: