দেশ

ভারতীয় নোটে কোনও বদল আনা হচ্ছে না, সব জল্পনা উড়িয়ে জানিয়ে দিল আরবিআই

টিডিএনবাংলা ডেস্কঃ ভারতীয় নোটে কোনও বদল আনা হচ্ছে না। ছবিতে মুখ থাকবে গান্ধীজীরই। সাফ জানিয়ে দিল আরবিআই। উল্লেখ্য, কয়েকদিন আগেই জানা গিয়েছিল ভারতীয় নোট গান্ধিজির পাশাপাশি থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের ছবি। এই জল্পনা উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মুদ্রায় কোনওরকম বদল করা হচ্ছে না।

সম্প্রতি, অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে দাবি করা হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে ভারতীয় নোটে ছবি থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আব্দুল কালামেরও। শুধু তাই নয়, জানা গিয়েছিল সেইমত সেন্ট্রাল ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপরেশন অফ ইন্ডিয়া নোটের স্যাম্পেল পাঠানো হয়েছে দিল্লি আইআইটির অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে। কারণ ওই অধ্যাপকই ঝাড়াইবাছাইয়ের দায়িত্বে রয়েছেন। তাঁর পছন্দ হলে ওই নমুনা পাঠানো হবে কেন্দ্রের আনুমদনের জন্য। তবে সোমবার এই সমস্ত দাবি নস্যাত করে আরবিআই জানিয়ে দিয়েছে, বর্তমান ব্যাংক নোট পরিবর্তন আনার কোনও পরিকল্পনা নেই তাঁদের।

Related Articles

Back to top button
error: