কোন আদিবাসী বঞ্চিত হবেন না, ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের ঘোষণা বড় মুখ্যমন্ত্রীর

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: “ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলে কেউ বঞ্চিত হবেন না” আদিবাসী ও স্থানীয় মানুষদের এমনই আশ্বস্ত করলেন। এদিকে মুখ্যমন্ত্রীর আশ্বস্ত বাণীকে স্বাগত জানিয়েও স্থানীয় আদিবাসী নেতৃত্তের দাবি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকায় বর্তমানে পাথর শিল্প চলছে। সেখানে বহু আদিবাসী মানুষ কর্মের সঙ্গে যুক্ত। সে সমস্ত মানুষজনের উপযুক্ত পূর্ণবাসন এখনো পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করেনি। সেই বিষয়টি পরিষ্কার হওয়ার পর নতুন কোন শিল্প হোক।
সোমবার তিনদিনের জেলা সফরে বীরভূম জেলায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন সেখান থেকে সারা রাজ্য জুড়ে বহু প্রকল্পের উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,” আদিবাসীদের গ্রাম আদিবাসীদের জমি আদিবাসীদের চাকরি কেউ যাতে কোনরকম বঞ্চিত না হয় তা আমরা দেখে নেবো। সেটা আস্তে আস্তে অনেক সময় লাগবে। এখন হবে না। আদিবাসী আছে অন্য পরিবার আছে তাদের সঙ্গে কথা বলে নেব। কথা না বলে আমরা কিছু করবোনা। এখন যেটা হচ্ছে যেখানে খালি আছে কিচ্ছু নেই সার্ভে করে আমরা কাজটা শুরু করতে পারি কিনা দেখা উচিত। যেখানে কোন অসুবিধা নেই যেখানে করলে পাশাপাশি ছেলে মেয়েরা চাকরি পাবে। এখনো ৪/৫ বছর লাগবে। কয়েকটি পর্যায়ে তা হবে। যাদের জায়গা যাবে তাদেরকেই চাকরি দেওয়া হবে। এই শিল্পাঞ্চল হয়ে গেলে ১০০ বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না এবং বিদ্যুৎ খুব সস্তায় পাওয়া যাবে”। স্থানীয় আদিবাসী নেতা রবিন সরেন বলেন,” মুখ্যমন্ত্রী বক্তব্যকে অবশ্যই স্বাগত। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত কয়লা শিল্প এলাকায় ইতিমধ্যেই পাথর শিল্পাঞ্চল বর্তমান। যেখানে বহু আদিবাসী মানুষজন কাজ করে। কয়লা শিল্প হলে সেই সমস্ত কর্মচ্যুত আদিবাসী মানুষজনের কিভাবে কর্মসংস্থান হবে সেই নিয়ে রাজ্য সরকার এখনও পরিস্কার করেনি। সেই বিষয়টি হওয়ার পর কয়লা শিল্প নিয়ে আলোচনা হোক”।